খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুর ১টা ১৮ মিনিটে তিনি রাজধানীর বাসাবো থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন।

হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া বহুদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যাচ্ছেন।

Read Previous

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন এনসিপির নেতারা

Read Next

জানুয়ারির শুরুতেই সব পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা

Most Popular