মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. আরিফ (২৬), মো. হারুন অর রশিদ (৩৫), মো. হামজা (১৯), রাসেল (৩০), রাজ বিশ্বাস (৩০), মো. আসলাম (৬৫), মো. লিটন (৩৫), মো. হেলাল (৪০), রানা (২৫), কনিক (২১), আরিফ (১৯), মো. তাহের (৫০), মো. আরিফুর রহমান (২৫), মো. সুমন (২০), মো. রনি (৩০), মো. চাঁন (১৮)।

তালেবুর রহমান জানান, মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Read Previous

জানুয়ারির শুরুতেই সব পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা

Read Next

নির্বাচনী প্রচার স্থগিত -খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular