আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (রোববার) প্রথম ম্যাচে ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ভারতের ব্যাটার ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন। পেছনে ফেললেন শহীদ আফ্রিদিকে। পাকিস্তানি ব্যাটারের চেয়ে দুই ছক্কা পেছনে ছিলেন রোহিত।

১৫তম ওভারে প্রেনেলান সুবরায়েনের বিরুদ্ধে টানা দুটি ছয় মেরে আফ্রিদির পাশে বসেন রোহিত। পরে মার্কো জানসেনকে ফাইন লেগ দিয়ে পুল শটে বল সীমানা ছাড়া করে রেকর্ড গড়েন তিনি। টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও সর্বোচ্চ ছক্কার মালিক হলেন ভারতীয় ওপেনার।

২৭৭ ম্যাচ খেলে ৩৫২ ছয় মেরেছেন রোহিত। ৩৯৮ ম্যাচে ৩৫১ ছক্কায় দুইয়ে নামলেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটেও ছক্কা মারার বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত। টি-টোয়েন্টিতে ২০৫ ও ৮৮ ছয় তার, সব মিলিয়ে ৬৪২টি।

টনি ডি জর্জি ডিপ স্কয়ার লেগে রোহিতের ক্যাচ ছাড়েন। তারপরই প্রথম বাউন্ডারি মারেন তিনি। বিরাট কোহলির সঙ্গে ১০৯ বলে ১৩৬ রান যোগ করেন তিনি। ৪৭ বলে এই ব্যাটার টানা তৃতীয় ও ৬০তম ওয়ানডে হাফ সেঞ্চুরি করেছেন। ৫ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৫৭ রান করেন রোহিত।

Read Previous

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান

Read Next

বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা

Most Popular