ইনুর বিরুদ্ধে দালিলিক প্রমাণ নেই, ট্রাইব্যুনালে দাবি আইনজীবীর

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশন কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে দাবি করেছে ডিফেন্স।

রোববার (৩০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ চার্জগঠনের রিভিউ শুনানিতে এ দাবি করেন ইনুর আইনজীবী। তিনি বলেন, “প্রসিকিউশন মৌখিক অভিযোগ ছাড়া ইনুর বিরুদ্ধে কোনো দৃশ্যমান বা দালিলিক প্রমাণ দিতে পারেনি। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

শুনানিতে উপস্থিত থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ‘ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য’ করায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা উচিত।
তিনি আরও জানান, কুষ্টিয়ার ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর ‘কমান্ড রেসপনসিবিলিটি’ ছিল কি না, তা প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

জুলাই-আগস্ট আন্দোলন দমনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে নির্দেশ প্রদান ও সমন্বয়ের অভিযোগ আনা হয়েছে ইনুর বিরুদ্ধে। গত ২৩ অক্টোবর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

এদিকে, শেখ হাসিনার মামলার রায় সম্পর্কিত মন্তব্য ঘিরে একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে প্রসিকিউশনের দায়ের করা মামলার শুনানি আজ অনুষ্ঠিত হবে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্তব্যের মাধ্যমে তিনি আদালতের মর্যাদা হানির চেষ্টা করেছেন কি না-এ বিষয়ে আজ শুনানিতে সিদ্ধান্ত হতে পারে।

Read Previous

কৃষ্ণসাগরে রাশিয়ার ২ ট্যাঙ্কার জাহাজ উড়িয়ে দিলো ইউক্রেন

Read Next

সংখ্যালঘুরা জুলুমের শিকার হলে পাশে থাকবে এনসিপি: সারজিস

Most Popular