মেট্রোরেলের ছাদে ২ ব্যক্তি, ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ সচিবালয় মেট্রোস্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর উঠে পড়েন দুই ব্যক্তি

রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের ছাদে উঠে পড়েছেন দুই ব্যক্তি। এ কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে।

রোববার (৩০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে এ ঘটনা ঘটে।

পরে পৌনে ৯টায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ওই পোস্টে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় মেট্রোস্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

তবে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে কীভাবে দুই ব্যক্তি ট্রেনের ওপর উঠলেন ও ওই ব্যক্তিদের নাম-পরিচয় কিছুই জানায়নি ডিএমটিসিএল। এছাড়া কখন নাগাদ মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে তাও বলা হয়নি।

Read Previous

বিপিএল নিলামে কোটিপতি নাঈম শেখ

Read Next

১২২ বার পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

Most Popular