সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে মুস্তাফিজ, আছেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিনি অকশনের জন্য নাম লেখানো খেলোয়াড়দের লম্বা তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

আইপিএলে ৯ মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। মুস্তাফিজকে রাখা হয়েছে শীর্ষ বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরিতে। তারা ভিত্তিমূল্য ২ কোটি রুপি।

একদিনের মিনি অকশনে ১৩৫৫ জন খেলোয়াড়ের নাম উঠবে। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে খেলোয়াড় কেনার এই অনুষ্ঠান।

১৩ পৃষ্ঠার লম্বা তালিকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিভাবান ক্রিকেটারদের জায়গা হয়েছে। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আছেন মায়াঙ্ক আগারওয়াল, কেএস ভরত, রাহুল চাহার, রবি বিষ্ণয় ও আকাশ দীপের মতো তারকারা। বিষ্ণয় ও ভেঙ্কটেশ আইয়ার কেবল ভারতীয় খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায়।

বিদেশিদের তালিকায় আরও আছেন অস্ট্রেলিয়ান ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট ও স্টিভ স্মিথ। বিয়ের কারণে অনিশ্চয়তার মধ্যে থেকে নাম লিখিয়েছেন উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস।

ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা আছেন। সব মিলিয়ে ৪৩ জন বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। মুস্তাফিজের সঙ্গে যেখানে আছেন গ্রিন, স্মিথ, জেমি স্মিথ, মুজিব উর রহমান, নবীন-উল-হক, শন অ্যাবট, অ্যাস্টন আগর, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ইংলিস, মুস্তাফিজ, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, ড্যানিয়েল লরেন্স, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন, মাইকেল ব্রেসওয়েল, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, পাথিরানা, মাহিশ থিকশানা ও হাসারাঙ্গা।

১৪টি দেশের ক্রিকেটাররা এবারের নিলামে থাকছেন। এমনকি মালয়েশিয়া থেকেও খেলোয়াড় নাম লিখিয়েছেন। জন্মসূত্রে ভারতীয় অলরাউন্ডার বিরানদীপ সিংয়ের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

Read Previous

ভয়ংকর এই যুদ্ধবিমান বিশ্বের মাত্র একটি দেশেই আছে

Read Next

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular