বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই : রিজভী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, যিনি নিজের দেশ, মাটি, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, জনগণের ভালোবাসা স্বভাবতই তার প্রতি থাকবে। সেই ভালোবাসার প্রকাশ বর্তমানে স্পষ্ট।

তিনি বলেন, রাজনৈতিকভাবে অন্যায় দাবির মুখেও দেশের স্বার্থে বেগম জিয়া অনেক সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে যেন কোনো সহিংসতা না ঘটে- এ জন্য সরকার গঠন করে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।

রিজভী আরও বলেন, যারা সহিংসতা ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, তারাই পরে ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে। জনগণের ওপর আস্থা না রেখে নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে পরিবহন আগুনে দেওয়ার মতো সহিংসতার মাধ্যমে তত্ত্বাবধায়ক দাবিই তুলেছিলেন তিনি। বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে জনগণের কষ্ট বাড়ে; বরং জনস্বার্থে কাজ করুন।

Read Previous

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা

Read Next

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দুই বসতঘর পুড়ে ছাই

Most Popular