বিএসএফের এলোপাতাড়ি গুলিতে কুলাউড়ায় যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে শুকুরাম উরাং (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শুকুরাম এলাকার মুরইছড়া চা-বাগান বস্তির বাসিন্দা দাসনু উরাংয়ের পুত্র।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শুকুরাম তাদের কৃষি জমিতে কাজ করতে গিয়ে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের কাছে পৌঁছান। কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

দৌড়ে কিছু দূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শুকুরামের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরাতাহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Read Previous

অস্ট্রেলিয়ায় রুটের রেকর্ড, হেইডেনের নিরব ভূমিকা

Read Next

হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

Most Popular