ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) টেলিফোনে বেসরকারি একটি টেলিভিশনকে এ তথ্য জানান তিনি।
তফসিল ঘোষণার তারিখ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, ‘কে দিয়েছে আমি জানি না। তফসিলের ডেট কে দিলো তা-ও আমি জানি না। ভোটের তারিখও আমি জানি না। কেউ যদি দিয়ে থাকে মনের মাধুরী মিশিয়ে দিয়েছে–আমি এটুকুই বলতে পারি।’
১০ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হবে কি না–এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে জানান, ‘তফসিল এবং ভোটের তারিখ এখন পর্যন্ত কনফার্ম কোনো নিউজ নেই। অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের স্পেকুলেশন আছে। কিন্তু কমিশন লেভেলে এখন পর্যন্ত কোনো কিছু কনফার্ম করা হয়নি।’
আখতার আহমেদ আরও বলেন, ‘দিন-ক্ষণ-তারিখ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করা হয়নি। কেউ যদি চালাতে (সংবাদ প্রকাশ করে) থাকে, তাহলে মানুষকে বিভ্রান্ত করে। এটা ঠিক না।’
ইসি সচিব দায়িত্ব নিয়ে বলেন, ‘আপনি আমাকে কোট করেই বলুন যে এখন পর্যন্ত কমিশন থেকে কোনো তথ্য দেয়া হয়নি। এটা বিভ্রান্তিকর, বিভ্রান্তি ছড়ানো ঠিক না।’
