সোনারগাঁওয়ে গ্যাসের চুলা বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের চারজন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন-সাকিব, ইভা, আসিফ ও আনেজা বেগম। আগুনে সাকিবের শরীরের ৭ শতাংশ, ইভার ২ শতাংশ, আসিফের ৫ শতাংশ ও আনেজা বেগমের ১০ শতাংশ পুড়ে গেছে। অন্তঃসত্ত্বা মনিরারও ৮ শতাংশ দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

এর কয়েক ঘণ্টা আগে ভোরে রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দুই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে গ্যাস লিকেজ ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Read Previous

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হারল বাংলাদেশ রেড গ্রিন, তবু পারফরম্যান্সে সন্তুষ্ট দল

Read Next

পোষ্য কোটা নিয়ে আদালতের রায় মেনে নেবে ঢাবি: নিয়াজ আহমেদ

Most Popular