ফুটসাল বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন ব্রাজিল

নারী ফুটসালের ইতিহাসে নতুন অধ্যায় লিখল ব্রাজিল। ফিফা নারী ফুটসাল বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জিতেছে তারাই। রোববার ফিলিপাইনের পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনায় ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

ম্যাচের প্রথমার্ধের মাঝপথে এমিলির করা গোলেই এগিয়ে যায় ব্রাজিল। এরপর আর পেছনে তাকাতে হয়নি লাতিন আমেরিকার দলটিকে। দ্বিতীয়ার্ধে আমানদিনা ব্যবধান দ্বিগুণ করেন, আর ম্যাচ শেষের তিন মিনিট আগে ডেবোরা ভ্যানিনের গোল নিশ্চিত করে ব্রাজিলের ঐতিহাসিক জয়।

পুরো টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন এমিলি। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি সাত গোল ও দুই অ্যাসিস্ট নিয়ে হন সর্বোচ্চ গোলদাতা। গোল্ডেন বল ও গোল্ডেন বুট—দুটো পুরস্কারই উঠেছে তার হাতে।

শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ব্রাজিল কোচ উইলসন সাবোয়া বলেন, ‘আমি দারুণ খুশি। মেয়েরা অসাধারণ খেলেছে, কোচিং স্টাফ ছিল দারুণ। এই সাফল্য আমাদের দেশে ফুটসালকে আরও জনপ্রিয় করবে—স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে। ভবিষ্যতে এখান থেকেই আরও ভালো খেলোয়াড় ও কোচ বেরিয়ে আসবে।’

ফাইনালে হেরে রানার্সআপ হয় পর্তুগাল। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল খেললেও শেষ পর্যন্ত ব্রাজিলের সামনে দাঁড়াতে পারেনি ইউরোপের দলটি।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে। স্পেনের জয়ে দুই গোল করেন লরা কর্দোভা।

১৬ দিনের এই টুর্নামেন্টের সফল আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটসালের বিশ্বমঞ্চে নতুন যাত্রা শুরু হলো, যার প্রথম ট্রফি উঠল ব্রাজিলের হাতে।

Read Previous

নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান

Read Next

বিচ্ছেদ গুঞ্জনে দিব্যা

Most Popular