প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি নাসির উদ্দিন

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হয়ে তিনি প্রধান বিচারপতির কার্যালয়ের উদ্দেশে রওনা হন।

তবে এই সাক্ষাতে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে-সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন সিইসি নাসির উদ্দিন।

Read Previous

জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন

Read Next

বিটিআরসির সঙ্গে বৈঠকে কোনো ইতিবাচক ফলাফল নেই: এমবিসিবি

Most Popular