লালবাগে কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা
লালবাগে শত্রুতার জের ধরে মো. হোসেন (২৪) নামে এক কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তার বাসার অদূরে এ ঘটনা ঘটে।
নিহত মো. হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি গ্রামের মো. শাহ আলমের ছেলে। লালবাগের শহীদ নগর ২ নম্বর গলির একটি বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তিনি ইমিটেশনের জিনিস (কানের দুল) তৈরির কারখানায় কাজ করতেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল সাড়ে ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. আব্দুল রাকিব জানান, সোমবার (৮ ডিসেম্বর) রাতে ২ নম্বর গলি দিয়ে যাচ্ছিল হোসেন ও তার বন্ধু নীরব। তখন নীরবের হাতে একটি লোহার পাইপ ছিল। নীরবের কাছে সেই পাইপ চায় স্থানীয় আবির (২৮) নামে তাদেরই সমবয়সী আরেক যুবক। তখন পাইপ দিতে না চাইলে আবির নীরবকে কয়েকটি চর থাপ্পর মারে। তখন তার প্রতিবাদ করে আবিরকে চড় মেরেছিল হোসেন।
তিনি জানান, রাতে ওই ঘটনার পর স্থানীয় বড় ভাইয়েরা মিলে তাদেরকে ডেকে মিলমিশ করে দেয়৷ এরপর মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে কারখানায় কাজ শেষ করে খাবার খেতে যখন হোসেন হেটে বাসায় আসছিল। ২ নম্বর গলিতে দুলালের দোকানের সামনে তখন ওঁৎ পেতে থাকা আবির সুইচ গিয়ার (ধারালো ছুরি) দিয়ে তার পেটে ৫-৬টি আঘাত করে। তখন আশপাশে থাকা লোকজন তাকে ধরে ফেলে। আর আহত হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবির ওই এলাকার স্থায়ী বাসিন্দা। হোসেন ছিল ভাড়াটিয়া। নিরব ছিল মো. হোসেনের বন্ধু।
নিহতের বোন সুরাইয়া আক্তার অভিযোগ করে বলেন, ‘শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত বখাটে আবির তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
