সিলেটের ব্যর্থতায় অবশেষে চ্যাম্পিয়ন রংপুর
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফরম্যাটের শিরোপা জিতেছিল রংপুর বিভাগ। এবার চার দিনের খেলায়ও শিরোপা জিতলো তারা। মূলত সিলেট বিভাগের ব্যর্থতার ফলে চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
সোমবার (৮ ডিসেম্বর) ম্যাচের তৃতীয় দিনে খুলনাকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর।
জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতলো রংপুর।
এই জয়ে টেবিলের তৃতীয় স্থান থেকে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে রংপুর বিভাগ। আর গতকালই টেবিলের দুইয়ে নেমে গেছে ২৬ পয়েন্ট পাওয়া সিলেট। অন্যদিকে ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে যায় ময়মনসিংহ।
শেষ রাউন্ডে সিলেটের দারুণ একটা সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। সিলেটের মতো সহজ সুযোগ হারিয়েছে ময়মনসিংহও। জয়ের জন্য শেষ দিনে তাদের দরকার ছিল ২০১ রান, হাতে ছিল ১ উইকেট। কিন্তু শেষ পর্যন্ত রাজশাহীর বিপক্ষে ১৪৬ রানের বড় ব্যবধানে হারে তারা।
২১০ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে ময়মনসিংহ। মূলত আবু হায়দার রনির ১২৭ বলে ১৪১ রানের ইনিংসের ওপর ভর করে শেষ দিনে কিছুটা লড়াই করতে পারে তারা। তবে ব্যাটারদের আগের দিনের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হারতে হলো তাদের।
অন্যদিকে সিলেটের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়েছে বরিশাল। ইফতিখার হোসেন ইফতির অপরাজিত ১২৮ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ২৯৪ রান করে তারা। আর তাতেই সিলেটের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২০ রানের।
শেষ দিনে মুশফিকুর রহিমের ৫৩ ও আসাদুল্লাহ আল গালিবের অপরাজিত ৬১ রানের ওপর ভর করে ৫ উইকেটে ১৮৭ রান তোলে সিলেট। বরিশালের হয়ে ২টি করে উইকেট নেন তানভির ইসলাম ও মইন খান।
