নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এবার আগের সব নির্বাচনের তুলনায় আরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রাখা হবে। তিনি বলেন, “নির্বাচন নির্ভর করে জনগণের ওপরে। ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গেলে তাদের বাধা দেয়ার সুযোগ কেউ পাবে না। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় নির্বাচন নির্বিঘ্ন করতে কাজ চলছে।”

নরসিংদীর সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রয়োজনে সংঘাত ঠেকাতে কম্বিং অপারেশন পরিচালনা করা হবে।

Read Previous

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

Read Next

সংস্কারমুখী দলগুলোকে নিয়েই নতুন জোট গড়ার ঘোষণা নাহিদ ইসলামের

Most Popular