গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে ২ জন কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পূর্ব শত্রুতা ও মামলার সাক্ষ্য দেয়াকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। অভিযোগের লক্ষ্য মধ্যপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ও তার সহযোগীরা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) সকালে জালুয়াভিটি এলাকায় রাজিব সরকার ও মমিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর জখম হন এবং স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
আহতদের পরিবারের অভিযোগ, “কয়েক বছর আগেও তুচ্ছ ঘটনায় মারধরের পর মামলা হলে বারবার মামলা তুলে নিতে হুমকি দেওয়া হয়েছে। এবারও মামলার সাক্ষী হওয়ায় আমাদের পরিবারের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের পরিবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
