ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক আগের দায়িত্বে ফিরলেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে যাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে আবারও পূর্বের দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত একটি আদেশে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়।

আদেশে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গেলে আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ও সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. ধনদেব চন্দ্র বর্মণ তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনার পর তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয় এবং ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরে ডা. ধনদেব চন্দ্র বর্মণ নিজের অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য লিখিতভাবে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করেন। তার এই জবাব যথাযথ প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রতিবেদন ও দাখিল করা জবাব সন্তোষজনক বিবেচনা করে ডা. ধনদেব চন্দ্র বর্মণকে ক্ষমা প্রদর্শন করেন। একই সঙ্গে তাকে তার পূর্বের দায়িত্ব ‘ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ’ পদে পুনর্বহালের নির্দেশ দেন। এ নির্দেশের পর তাকে স্বপদে ফিরিয়ে আনা হয়।

চিঠি জারির বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, আদেশটি বুধবার থেকেই কার্যকর হয়েছে এবং তিনি কাজে যোগ দিয়েছেন।

Read Previous

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: সেই গৃহকর্মী ও তার স্বামী রিমান্ডে

Read Next

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

Most Popular