ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)-৯৯ জন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হাসপাতালগুলোতে ৭০ জন, ঢাকা বিভাগে ৫৬ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ২ এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৪৯৩ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Read Previous

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার: শফিকুল আলম

Read Next

রয়টার্সকে রাষ্ট্রপতি : অপমানিত বোধ করছি, ভোটের পর পদত্যাগ করতে চাই

Most Popular