ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের ঘটনায় এখন পর্যন্ত ভবনের ভেতর থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনের বেজমেন্টে থাকা একটি জুটের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ভবনের নিচের অংশে জুট, পোশাকসহ বিভিন্ন ধরনের পণ্য সংরক্ষিত ছিল। ওপরের তলাগুলো আবাসিক হওয়ায় আগুন লাগার পর বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে এখনো ভেতরে আটকে থাকা কয়েকজনকে উদ্ধারের কাজ চলছে।
তাজুল ইসলাম আরও জানান, ঘন ধোঁয়ার কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হচ্ছে। বেজমেন্টের প্রতিটি গোডাউনের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “আমরা আগুনকে একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ রাখতে পেরেছি, যাতে আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে। এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।”
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে কোনো ধরনের কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি বিস্ফোরণের কোনো আলামতও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে বাবুবাজার এলাকার ওই মার্কেট কাম আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই একে একে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ বিস্তারিতভাবে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
