বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নির্বাচন অত সহজ হবে না। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।’ সাম্প্রতিক সময়ের বিভিন্ন সহিংস ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘গত কয়েক দিনের ঘটনা, গতকাল হাদিকে গুলি করার ঘটনা কিংবা চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা-এসবই প্রমাণ করছে যে আমি আগে যা বলেছিলাম, তা ধীরে ধীরে সত্য হয়ে উঠছে।’
শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ধারাবাহিক এই কর্মশালার সপ্তম দিনে বিএনপির মাঠপর্যায়ের নেতারা অংশ নেন।
তারেক রহমান বলেন, ‘আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে আনতে না পারি, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংসের পথে চলে যাবে।’ তিনি দাবি করেন, প্রতিবারই বিএনপি দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। তার ভাষায়, ‘কখনো শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে, কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধাপে ধাপে দেশকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনা হয়েছে।’
ষড়যন্ত্র এখনই থামছে না বলে বিভিন্ন সূত্রের তথ্যের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আরও খারাপ পরিস্থিতিও তৈরি হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। বরং মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষকে একত্রিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যত বেশি ঐক্যবদ্ধ হবো, যত সামনে এগিয়ে আসবো এবং যেকোনো মূল্যে নির্বাচন নিশ্চিত করার মতো পরিস্থিতি তৈরি করবো, ষড়যন্ত্রকারীরা তত বেশি পিছু হটতে বাধ্য হবে।’
