ঝলমলে রোদেও পঞ্চগড়ে তীব্র শীত, রাতের তাপমাত্রা ৯ ডিগ্রিতে

দেশের সর্বউত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে। দিনের ঝলমলে রোদ থাকলেও রাতের তাপমাত্রা তীব্রভাবে নেমে ৮ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘুরছে। জেলার বিভিন্ন স্থানে টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, রাতে তাপমাত্রা কম থাকলেও দিনের শুরুতে সূর্য ওঠার পর তা ২৫ থেকে ২৭ ডিগ্রিতে পৌঁছায়। তবে উত্তর-পশ্চিম দিক থেকে নেমে আসা হিমেল বাতাস সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীতকে আরও তীব্র করে।

গত সপ্তাহের তাপমাত্রার তালিকায় দেখা গেছে, শনিবার সকাল ৯টায় ১০.৫ ডিগ্রি, সোমবার ১০.৪ ডিগ্রি, বৃহস্পতিবার ৮.৪ ডিগ্রি এবং শুক্রবার ৯.৩ ডিগ্রি রেকর্ড হয়। এতে বোঝা যায়, রাতের তাপমাত্রা ক্রমেই কমছে।

পঞ্চগড় পৌর এলাকার ডোকরোপাড়ার আবির হোসেন বলেন, “দিনভর সূর্যের আলো থাকলেও সন্ধ্যা থেকে প্রচণ্ড শীত অনুভূত হয়। হালকা কাপড় পরা যায় না, উষ্ণ কাপড় অপরিহার্য।”

শহরের রিকশাচালক আনোয়ারুল হক বলেন, “রাত ও সকালে তীব্র ঠান্ডার কারণে যাত্রীও কম থাকে এবং চালানো কঠিন হয়ে পড়ে।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “গত চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। ডিসেম্বরের শেষ দিকে শীত চরম আকারে অনুভূত হবে, সাথে দিনের তাপমাত্রাও ধীরে ধীরে নেমে যাবে।”

Read Previous

শনিবার দিনটি কেমন যাবে, জেনে নিন রাশিফলে

Read Next

খালি পেটে লবঙ্গ পানির অসাধারণ গুণাগুণ

Most Popular