ওসমান হাদির ওপর হামলাকারীদের পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িতদের দেশত্যাগ রোধে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি), পুলিশ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি সদস্যরা।

এদিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, ইমিগ্রেশন রুট ব্যবহার করে যেন কোনোভাবে সংশ্লিষ্টরা ভারতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসরাফ হোসেন জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল সীমান্তের বৈধ ও অবৈধ রুট ব্যবহার করে অনেক সময় অপরাধীরা ভারতে পালানোর চেষ্টা করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্ত ও ইমিগ্রেশন এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

Read Previous

উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের ২ সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা

Read Next

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

Most Popular