তিন দাবিতে সরকারকে আলটিমেটাম ডাকসুর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারকে তিন দফা আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরে। বৈঠকে হাদির ওপর হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, ডাকসুর পক্ষ থেকে তিনটি সুস্পষ্ট দাবি উত্থাপন করা হয়েছে।
প্রথম দাবিতে ওসমান হাদির ওপর হামলাকারী, হামলার পরিকল্পনাকারী এবং হামলায় সহযোগিতাকারী সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব অঙ্গসংস্থাকে দ্রুত জবাবদিহিতার আওতায় এনে গাফিলতির জন্য দায়ীদের বিচারের দাবি জানানো হয়।
দ্বিতীয় দাবিতে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় প্রতিটি পাড়া-মহল্লায় গণপ্রতিরোধ কমিটি গঠন করে আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। এ অভিযানের মাধ্যমে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করার দাবি জানানো হয়।
তৃতীয় দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি জানায় ডাকসু।
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, “এই হামলার ঘটনায় যদি দোষীদের শাস্তি নিশ্চিত না হয়, তাহলে তা দেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।”
