পাশে দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েমের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। নির্ধারিত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আল্টিমেটাম দেন সাদিক কায়েম। এ সময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে তিনি জানান, তিন দফা দাবির মধ্যে অন্যতম হলো-আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করা, নিষিদ্ধ সংগঠনের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সাদিক কায়েম বলেন, “এ বিষয়ে সরকারের কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়া হলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। তার অভিযোগ, শেখ হাসিনা ও তার সহযোগীদের আশ্রয় দিয়ে দিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

উপদেষ্টাদের পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে ডাকসুর ভিপি বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলোর বাস্তব অগ্রগতি না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”

তিনি জানান, তিন দফা দাবি কার্যকর না হলে জুলাইয়ের চেয়েও শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা হবে এবং জুলাইয়ের বিপ্লবকে পূর্ণতা দিতে আন্দোলন অব্যাহত থাকবে।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী ও ইসলামী সংগঠনসহ সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে একটি জাতীয় ঐক্য ও গণকমিটি গঠন করা হবে। প্রতিটি পাড়া ও ওয়ার্ডে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘গণকমিটি’ গঠনের নির্দেশ দেন তিনি। এসব কমিটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোসরদের শনাক্ত করে থানায় সোপর্দ করবে বলে জানান সাদিক কায়েম। তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব গণকমিটিকে সহযোগিতা করবে।

এদিকে ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) তীব্র নিন্দা জানান সাদিক কায়েম। তিনি সিইসিকে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

পাশাপাশি আদালতে যেসব আইনজীবী অর্থের বিনিময়ে ‘পতিত ফ্যাসিস্টদের’ মামলা প্রত্যাহার বা জামিনে সহায়তা করছেন, তাদের প্রতিও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সাদিক কায়েম বলেন, “গণহত্যাকারী ও শিশু হত্যাকারীদের পক্ষে যারা অবস্থান নেবে, তাদের তালিকা প্রকাশ করে সামাজিকভাবে বয়কট করা হবে।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশে নেওয়া হয়।

Read Previous

আন্তর্জাতিক মানের নান্দনিক পরিবেশে ও নতুন ঠিকানায় পারসোনা’র গুলশান-২ শাখার উদ্বোধন

Read Next

সিঙ্গাপুর যাওয়ার আগে হাদির অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের সর্বশেষ তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular