টাইব্রেকারে ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি

গত মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জয়ের পর চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতেছে ফরাসি ক্লাবটি। তবে ব্রাজিলিয়ান জায়ান্ট ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে শিরোপা নিশ্চিত করতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে লুইস এনরিকের দলকে।

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পিএসজি।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পিএসজি। ৬০ শতাংশের বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রথমার্ধে খাভিচা কাভারাৎসখেলিয়ার গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর ঘুরে দাঁড়ায় ফ্ল্যামেঙ্গো। জর্জিনিয়োর সফল স্পট কিকে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিলিয়ান ক্লাবটি।

এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোলের দেখা পায়নি। অতিরিক্ত ৩০ মিনিটেও সমতা থাকায় ম্যাচের ফয়সালা হয় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে পিএসজির নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক সাফানভ। প্রথম শটে দুই দলই গোল করলেও এরপর ফ্ল্যামেঙ্গোর সাউল নিগেস, পেদ্রো, লিও পেরেইরা ও লুইস আরাউহোর শট দুর্দান্তভাবে রুখে দেন তিনি। যদিও পিএসজির হয়ে দেম্বেলে ও ব্র্যাডলি বার্কোলা শট মিস করেন, নুনো মেন্দেসের সফল শটে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় প্যারিসের ক্লাবটির।

চলতি বছরের জানুয়ারিতে ফরাসি সুপার কাপ জয়ের মাধ্যমে মৌসুম শুরু করে পিএসজি। এরপর ফরাসি কাপ, লিগ আঁ এবং প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল পূর্ণ করে তারা। ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মাধ্যমে সেই সাফল্যের ধারায় যোগ হলো আরও একটি আন্তর্জাতিক শিরোপা।

Read Previous

যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের, অবশেষে আটক

Read Next

দেশের বাজারে আজ স্বর্ণ ও রুপার দাম কত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular