খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল : ডা. জাহিদ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল। আজও তার ছোট একটি প্রসিকিউর অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি নিজে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তিনি ব্রিফিং করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, করোনারি কেয়ার ইউনিটের আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া।

অর্থাৎ তিনি সিসিইউতে থাকলেও সেখানে আইসিইউর সব সুবিধা আছে। এটাকে আইসিইউতে আছেন বলা যেতে পারে।

তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ দল এবং পরিবারের পক্ষে থেকে বিএনপি চেয়ারপারসনের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন ডা. জাহিদ।

Read Previous

শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular