চাকসু নেত্রী সানজিদাকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বিয়ে করেছেন। কনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা।

একই দিন বিয়ে করেছেন ডাকসুর সহ-সাধারণ (এজিএস) সম্পাদক মহিউদ্দীন খানও। তবে তার জীবনসঙ্গীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার একটি মসজিদে ফরহাদ ও সানজিদার আক্দ সম্পন্ন হয়। পরে সেখানকার একটি রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে দুই নবদম্পতির বিবাহোত্তর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব।

তিনি বলেন, এদিন দুপুরে তাদের আক্দ অনুষ্ঠিত হয়েছে। এরপর তাদের পরিবারের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

​এছাড়াও ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিয়ের খবর নিশ্চিত করে নবদম্পতিদের জন্য দোয়া ও শুভকামনা জানান।

আনন্দঘন এই মুহূর্তেও তারা ভুলে যাননি সহযোদ্ধা হারানোর শোক। বিয়ের আসর থেকেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছেন তারা।

চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই আয়োজনের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বিয়ের দিন জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন ‘জাস্টিস ফর হাদি’ লেখা সংবলিত ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। হাদি হত্যার ছয় দিন পর এই বিয়ের আয়োজন নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চললেও, অনুষ্ঠানের শুরু থেকেই তারা বিচারের দাবিতে নিজেদের অবস্থান অনড় রাখেন।

​এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার পরিবারের স্থায়ী নিবাস রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের গাথাছড়া গ্রামে।

চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষ অর্থাৎ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি ফেনী জেলায়।

গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ​এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। একই নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সাদিক কায়েম ভিপি হিসেবে জয়লাভ করেন।

Read Previous

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

Read Next

জাসাস নেতাকে ইটভাটায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

Most Popular