তবে কি ফুটবলারের প্রেমে পড়েছেন নোরা

নোরা ফাতেহির জন্ম কানাডায়। তবে তার মা–বাবা মরক্কোর বাসিন্দা হওয়ায় সেখানেই বড় হয়ে ওঠেন তিনি। সে অর্থে বলিউডের ‘বহিরাগত’ নোরা। তবু প্রায় এক দশকের মধ্যেই বলিউডে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। সে কারণেই নিয়মিত চর্চায় থাকেন তিনি। এবার নতুন প্রেম নিয়ে চর্চায় উঠে এলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বলিউডে দীর্ঘ কর্মজীবনে কোনও অভিনেতার সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন তেমন শোনা যায়নি। যদিও আর্থিক কেলেঙ্কারির মামলায় কারাবন্দী শিল্পপতি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একসময় আলোচনা হয়েছিল। তবে সেই অধ্যায় এখন অতীত। নতুন করে গুঞ্জন উঠেছে-এবার নাকি এক ফুটবলারের প্রেমে পড়েছেন নোরা।

খবরে বলা হয়, বছর শেষে মরোক্কো সফরে গেছেন নোরা ফাতেহি। এই সফর কেবল মা–বাবার সঙ্গে দেখা করার জন্যই নয়, সেখানেই এক ফুটবলারের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলেও শোনা যাচ্ছে। এর আগেও দুবাইয়ে ওই ফুটবলারের সঙ্গে একাধিকবার দেখা গেছে নোরাকে। এবার তিনি গেছেন আফ্রিকায়।

আগামী ২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে ‘আফ্রিকা কাপ অব নেশনস’। ওই টুর্নামেন্টে অংশ নেবেন নোরার কথিত প্রেমিক ফুটবলার। গ্যালারিতে বসে তার খেলা দেখতেই নোরার এই সফর-এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের।

এদিকে, গত ২১ ডিসেম্বর দুপুরে একটি কনসার্টে পারফর্ম করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন নোরা ফাতেহি।

দুর্ঘটনার পর নোরা বলেন, ‘এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি আমার গাড়িকে সজোরে ধাক্কা দেন। ধাক্কার তীব্রতায় আমি গাড়ির ভেতরে ছিটকে পড়ি এবং জানালার সঙ্গে মাথায় আঘাত পাই। আমি বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় বিষয়। শরীরের কয়েকটি জায়গায় সামান্য আঘাত, ফোলা এবং হালকা কনকাশন ছাড়া বড় কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাই সবাইকে অনুরোধ করছি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

Read Previous

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সম্পাদক মিজান সোহেল

Read Next

আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা

Most Popular