২ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কিনবে সরকার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি বাড়ার বিষয়টি সরকার অবগত রয়েছে। ১২ ফেব্রুয়ারির মধ্যেই এনবিআরকে দুইভাগে বিভক্ত করা হবে।

আইপিএল প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ অর্থনীতি কিংবা সরকারি ক্রয়কে প্রভাবিত করবে না বলে মনে করি। এ সমস্যার শুরু বাংলাদেশ করেনি। এমন না, দয়া-দাক্ষিণ্য করে মোস্তাফিজকে নেওয়া হয়েছে।

তিনি বলেন, মোস্তাফিজ একজন ভালো প্লেয়ার, বিখ্যাত প্লেয়ার। যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। এটা দু’দেশের কারো জন্যই ভালো হয়নি। বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ।

Read Previous

এইচএসসি নিয়ে নতুন বিজ্ঞপ্তি, ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন

Read Next

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ

Most Popular