৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে এক স্মারকে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউস জানিয়েছে, সংস্থাগুলো ‘এখন আর মার্কিন স্বার্থ রক্ষা করছে না’ এমন যুক্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ‘এই আদেশের আওতায় জাতিসংঘ সংশ্লিষ্ট ৩১টি সংস্থা এবং জাতিসংঘের বাইরে আরো ৩৫টি প্রতিষ্ঠান রয়েছে।’ তবে বিবৃতিতে সংস্থাগুলোর নাম নির্দিষ্ট করে বলা হয়নি।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রকে বেশ কিছু বিশ্ব সংস্থা থেকে সরিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Read Previous

সীমান্তে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

Read Next

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতি

Most Popular