আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

লাইন সংস্কার ও মেরামতের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জামালপুর শহরের ১১ কেভি ভিআইপি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বিষয়টি মাইকিং করে জানিয়েছে জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

মাইকিংয়ে বলা হয়েছে, শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ভিআইপি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অগ্রিম দুঃখ প্রকাশ করা হয়।

এ বিষয়ে জামালপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী খন্দকার হানিফুল ইসলাম কালবেলাকে বলেন, জেলা সেটেলমেন্ট অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশের কার্যালয়, থানা, আদালত, জেনারেল হাসপাতাল, বিজিবি ক্যাম্পসহ ওই এলাকা ১১ কেভি ভিআইপি ফিডার বন্ধ থাকবে। বিকাল ৫টার কথা বলা হলেও যতদ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ লাইনে যে-কোনো সমস্যা সমাধান এবং সংস্কারের জন্য ফিডার বন্ধ করা হয়। শনিবার ছুটির দিন হিসাবে কাজ করতে নির্ধারণ করা হয়েছে।

Read Previous

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক

Read Next

৪২৭ কোটি টাকায় দলবদল, দক্ষিণ আমেরিকান ফুটবলে ব্রাজিলিয়ানের ইতিহাস

Most Popular