বলিউড থেকে বিদায় নেবেন আনুশকা শর্মা!

লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগৎ থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে পর্দায় ফেরার কথা থাকলেও তা এখন অনিশ্চয়তার মেঘে ঢাকা। তবে গ্ল্যামার দুনিয়ার এই অনিশ্চয়তা বা ক্যারিয়ারের ভাটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন অভিনেত্রী; বরং মাতৃত্বের স্বাদেই খুঁজে পেয়েছেন জীবনের নতুন অর্থ ও গন্তব্য।

বিরাট কোহলি ও আনুশকা শর্মার দিনকাল এখন কাটছে দুই সন্তান ভামিকা ও অকায়কে ঘিরেই। আগামী ফেব্রুয়ারিতে দুই বছরে পা রাখবে তাদের ছোট ছেলে অকায়। পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ থেকে সন্তানদের দূরে রাখতে দেড় বছর ধরে এই তারকা দম্পতি লন্ডনে বসবাস করছেন। সেখানেই চলছে তাদের নিভৃত সংসার। সন্তানদের কোলাহল আর ঘরকন্নার ব্যস্ততায় আনুশকা এতটাই মজে আছেন যে, অভিনয় জগতে ফেরার চেয়ে মা হিসেবে দায়িত্ব পালনই তার কাছে এখন পরম পাওয়া।

সম্প্রতি মেয়ে ভামিকার পঞ্চম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়েছেন আনুশকা। সেখানেই স্পষ্ট করেছেন নিজের বর্তমান অবস্থান। মাতৃত্ব কীভাবে তার জীবন দর্শন বদলে দিয়েছে, তা জানিয়ে তিনি লেখেন, ‘মাতৃত্ব-সুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনো ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।’ অভিনেত্রীর এমন মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, ক্যারিয়ারের চেয়ে সন্তানদের সঙ্গে সময় কাটানোকেই তিনি এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

প্রবাস জীবনে ঘরকন্নার পাশাপাশি আধ্যাত্মিক চর্চায়ও মনোনিবেশ করেছেন ‘বিরুশকা’ জুটি। চাকচিক্যময় জীবন ছেড়ে শান্তির খোঁজে মাঝেমধ্যেই তাদের দেখা যায় বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে। সব মিলিয়ে, রুপালি পর্দার নায়িকা পরিচয়ের চেয়ে ‘মা’ পরিচয়েই আপাতত থিতু হয়েছেন ‘জি

Read Previous

১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত

Read Next

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ ইসরায়েলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular