কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না : হিমি

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের ব্যস্ততার ফাঁকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এবার নিজের সাজগোজ নিয়ে ভক্তের নেতিবাচক মন্তব্যের সপাটে জবাব দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

ঘটনার সূত্রপাত হিমির ফেসবুক লাইভকে কেন্দ্র করে। লাইভ চলাকালীন এক অনুরাগী হিমির মেকআপ নিয়ে মন্তব্য করে বসেন। ওই ভক্ত লেখেন, ‘চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত।’ ভক্তের এমন অযাচিত পরামর্শে কিছুটা বিরক্ত ও হতাশ হন হিমি।

সেই মন্তব্যের কড়া জবাব দিয়ে হিমি বলেন, ‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে! মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, আবার করলে বলেন না করলেই ভালো হতো। আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।’

নিজের মেকআপের পক্ষে যুক্তি দিয়ে এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘আজকের পোশাকের সঙ্গে মিলিয়ে একটু সাজুগুজু করেছি। করতে দেন না কেন? সমস্যাটা কোথায়?’

পরবর্তীতে ওই লাইভ ভিডিওর বিশেষ অংশটি নিজের ফেসবুক পেজে রিলস আকারে শেয়ার করেন হিমি। ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। হিমির এমন স্পষ্টবাদী জবাবে অনেক ভক্তই তার পক্ষ নিয়েছেন। তাদের মতে, তারকাদের ব্যক্তিগত পছন্দ বা সাজগোজ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকা উচিত।

Read Previous

ভারতে যাওয়ার পথে মানবপাচারকারীসহ ৪ জন

Read Next

সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব, শঙ্কায় বিপিএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular