বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। কিছুদিন আগে বায়ুমান সামান্য উন্নতির দিকে থাকলেও সম্প্রতি বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা একিউএয়ারের তথ্যে দেখা যায়, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৭১। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এমন বায়ুমান শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। নগরবাসীকে এ সময় বাইরে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে, একই সময়ে ২১৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর। এছাড়া ২০৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, আর পঞ্চম অবস্থানে থাকা কিরগিজস্থানের রাজধানী বিসকেকের স্কোর ১৯৩।
