ভারতে যাওয়ার পথে মানবপাচারকারীসহ ৪ জন

‎চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের ভারতে যেতে সহায়তাকারী ‘মানবপাচার চক্রের’ এক সদস্যকেও আটক করেছে বিজিবি।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

আটক মানবপাচারকারীর নাম মো. শাহিন। তিনি বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে।

এছাড়াও অন্য আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহীর মহানগরীর আসাম কলোনীর শফিকুল ইসলাম মুন্না ও রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুরের মো. তারাজুল ইসলাম।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বকচর সীমান্তের শূন্যরেখার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় মানবপাচারকারী মো. শাহিনসহ চারজনকে আটক করা হয়। আটকরা জানিয়েছেন, তারা শাহিনের সহায়তায় ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করার জন্য তাদের পাঠানো হচ্ছিল।

৫৩ বিজিবি অধিনায়ক আরও জানান, আটক চারজনকেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read Previous

পাবনা-১ ও ২ আসনে ভোটের বাধা কাটল

Read Next

কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না : হিমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular