এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আবেগঘন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জীবনের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে সারাজীবন মানুষের অধিকারের কথা বলার চেষ্টা করেছি। আজ ফিরে তাকালে দেখি, আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমার ঝোলায় জমা হওয়া সবচেয়ে বড় পুঁজি।’

তিনি আরও বলেন, মানুষের এই বিশ্বাস ও ভালোবাসা তার কাছে এক ধরনের আমানত, যা রক্ষা করাই জীবনের শেষ লক্ষ্য। তিনি লেখেন, ‘এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য। সঙ্গে থাকুন, আমরা লক্ষ্যে পৌঁছাব।’

ধারণা করা হচ্ছে, নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের উদ্দেশ্যেই এই বার্তাটি তিনি দিয়েছেন।

Read Previous

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা

Read Next

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular