পাকিস্তান সফরের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
পাকিস্তান সফরের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সোমবার (১৯ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২২ সালের মার্চ-এপ্রিলের পর থেকে এ নিয়ে তৃতীয় দফায় পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে তারা।
ঘোষিত এ দলে ইনজুরির কারণে জায়গা হয়নি প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং টিম ডেভিডের। অস্ট্রেলিয়ার এই স্কোয়াড থেকে ১০ জন ক্রিকেটার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবে।
মূলত, ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে, শেষ প্রস্তুতির অংশ হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে অজিরা।
আগামী ২৯ ও ৩১ জানুয়ারি আর ১ ফেব্রুয়ারি হবে তিন টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জাভিয়ের বার্লেট, মাহলি বিয়ার্ডম্যান, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
