স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৯

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ১০০ জন। দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এটি।

সোমবার (১৯ জানুয়ারি) স্পেনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম আরটিভিই’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্পেনের রেল কর্তৃপক্ষ অ্যাডিফ জানিছে, স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। এসময় বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। ফলে ওই ট্রেনটিও লাইনচ্যুত হয়।

রেল কর্তৃপক্ষ জানায়, দুটি ট্রেনে চার শতাধিক যাত্রী ছিল। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কমপক্ষে ৭৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চার শিশুসহ ২৪ জনের অবস্থা গুরুতর।

উদ্ধারকারী দল জানিয়েছে, ট্রেন দুমড়ে-মুচড়ে যাওয়ায় জীবিতদের ও মৃতদেহ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

ট্রেন দুর্ঘটনায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, স্পেন আজ ‘গভীর বেদনার রাত’ সহ্য করতে হবে।

দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেন, ঘটনাটি ‘অত্যন্ত অস্বাভাবিক’ মনে হচ্ছে, তবে এখনো এর আনুষ্ঠানিক কারণ জানা যায়নি। কী ঘটেছিল তা নির্ধারণ করতে তদন্তে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্ডোবা অঞ্চলের ফায়ার সার্ভিসের প্রধান ফ্রান্সিসকো কারমোনা আরটিভিইকে বলেন, ‘বগিগুলো দুমড়ে-মুচড়ে গেছে। ধাতু মচকে গেছে। এর মধ্যে মানুষ আটকা পড়ে আছে। আটকা পড়া কোনো ব্যক্তিকে উদ্ধার করতে আমাদের হয়তো কোনো মৃত ব্যক্তিকে সরিয়ে জায়গা করতে হচ্ছে। এটা খুব কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ।’

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার সব রেল পরিষেবা স্থগিত করা হয়েছে এবং সোমবার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

Read Previous

সরকারি কর্মচারীদের জিপিএফ-সিপিএফে সুদের হার অপরিবর্তিত

Read Next

শাকসু নির্বাচন স্থগিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular