বেগম জিয়ার তিন আসনে স্থগিত হচ্ছে না ভোটগ্রহণ
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া তিনটি আসনের কোনোটিতেই ভোটগ্রহণ স্থগিত হচ্ছে না। ঘোষিত তফশিলের কোনো পরিবর্তনও আনতে হচ্ছে না। নির্বাচন কমিশন (ইসি) থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন যথানিয়মে হবে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর অংশগ্রহণকারী কোনো প্রাথীর মৃত্যু হলে ওই আসনে নির্বাচন স্থগিত রেখে পুনঃতফশিল দিয়ে ভোটগ্রহণের প্রয়োজন হতো। এই ক্ষেত্রে এ সংকট নেই।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর মঙ্গলবার থেকে মনোনয়নপত্র যাচাই শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই তার নামে জমা দেওয়া মনোনয়নপত্র বৈধ হওয়ার সুযোগ নেই। বাকি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে খালেদা জিয়ার গুরুতর শারীরিক অসুস্থতাকে বিবেচনায় নিয়ে ধানের শীষের প্রতীকে বিকল্প তিনজন প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। যারা সোমবার এই তিন আসনে মনোনয়ন দাখিলও করেছেন। মঙ্গলবার ভোর ছয়টায় খালেদা জিয়ার মৃত্যু হয়।
