ঢাকায় ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

ফুটবল বিশ্বকাপের আনন্দোৎসব শুরু হতে বাকি প্রায় পাঁচ মাস। ১১ জুন মেক্সিকো থেকে শুরু হবে বৈশ্বিক এই আসর। তার আগেই বিশ্বভ্রমণে বেরিয়েছে সোনালি এই ট্রফি। আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় এসে পৌঁছেছে এই ট্রফি।

এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে বিশ্বকাপের ট্রফিটি নিয়ে এসেছে ফিফা। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দেখতে পেয়েছিলেন পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের স্বপ্নিল ট্রফিটি।

ট্রফির সঙ্গে কারা ছবি তুলতে পারবেন

এ ট্রফি দেখার জন্য কোমলপানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইন পরিচালনা করেছিল ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। সে ক্যাম্পেইনে বিজয়ীরাই শুধু কাছ থেকে এ ট্রফি দেখতে পারবেন। এ জন্য তাদের মানতে হবে কিছু বিধিনিষেধ।

যারা বিশ্বকাপ ট্রফি দেখতে যাবেন, তাদের ৭-১০ ইঞ্চির চেয়ে বড় কোনো ব্যাকপ্যাক বহন নিষিদ্ধ করা হয়েছে। ট্রফি প্রদর্শনের ভেন্যুতে নিষিদ্ধ থাকবে ধূমপান। ক্যাম্পেইনে যারা বিজয়ী হয়েছেন, তারা টিকিট কোনোভাবেই হস্তান্তর করতে পারবেন না। কোনোভাবেই টিকিট ফের ব্যবহার করা যাবে না। দর্শনার্থীরা নিষিদ্ধ কিংবা ধারালো কোনো বস্তু বহন করতে পারবেন না। দর্শনার্থীদের নির্দিষ্ট কোনো দেশের পতাকা বহন করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Read Previous

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

Read Next

নির্বাচনে দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular