৮০ কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে হজযাত্রীদের 

২০২৬ সালের হজযাত্রীদের টিকা দেওয়ার জন্য ৮০টি কেন্দ্র নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। এসব কেন্দ্র থেকে হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া হবে। গত শনিবার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। রবিবার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ বছর দেশের সব কটি জেলা সদরসহ মোট ৬৪টি সিভিল সার্জন অফিসে টিকাদান কার্যক্রম চলবে। এ ছাড়া ঢাকা মহানগরীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়া যাবে।

ঢাকার বাইরে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকে হজযাত্রীরা টিকা নিতে পারবেন।

টিকাদানের তারিখ পরবর্তী সময় খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। টিকা নেওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রিন্ট সঙ্গে আনতে হবে। হজ-সংক্রান্ত তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

Read Previous

নির্বাচন কমিশন : আপিল শুনানির শেষ দিনে ২৩ আবেদন মঞ্জুর

Read Next

তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে পালানোর ঘটনা তদন্ত করছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular