তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে পালানোর ঘটনা তদন্ত করছে পুলিশ

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে পালিয়েছেন এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) ছিল। তবে ঘটনাটি প্রকাশ পায় রবিবার (১৮ জানুয়ারি)। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

খামের মধ্যে কী ছিল তা জানা যায়নি। এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। ওই মোটরসাইকেল কিংবা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালক এসে বিএনপি চেয়ারম্যানের গাড়িতে স্কচটেপ দিয়ে একটি খাম লাগিয়ে চলে যায়। ওই সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে ফুটেজ স্পষ্ট নয়। ওই খাম পুলিশের কাছে দেওয়া হয়নি। সিএসএফ’র কাছে রয়েছে।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম বলেন, আমরা এখনও মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারিনি। তদন্ত চলছে।

Read Previous

৮০ কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে হজযাত্রীদের 

Read Next

পুরান ঢাকার মেসে মিলল জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular