সরকারি কর্মচারীদের জিপিএফ-সিপিএফে সুদের হার অপরিবর্তিত

সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) টাকা রাখার বিপরীতে আগের সুদের হারই বহাল রাখা হয়েছে। এ হার ১১ থেকে ১৩ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার (১৮ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ লাখ টাকা পর্যন্ত সুদের হার ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সুদ ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা থেকে তার বেশি টাকার বিপরীতে সুদ ১১ শতাংশ।

জিপিএফ-সিপিএফে টাকা রাখলে সরকারি কর্মচারীরা একসময় ১৩ থেকে ১৪ শতাংশ সুদ পেতেন। ২০২১ সালের সেপ্টেম্বরে তৎকালীন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার তা ১১ থেকে ১৩ শতাংশে নামিয়ে এনেছিলেন। তখন থেকে সে হারই বহাল রয়েছে।

Read Previous

নির্বাচনে ৪১৮ ড্রোন ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী

Read Next

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular