দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে ইনশাআল্লাহ: ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিগত তিনটি নির্বাচনের নামে প্রহসন করেছে। দেশের মানুষ ভোট দিতে পারেনি। এই প্রথম দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় সুনামগঞ্জের জাদুঘর প্রাঙ্গনে গণভোট বিষয়ক সচেতনতামূলক সভায় এসব কথা বলেন তিনি।

বক্তব্যে তিনি বলেন,

গণভোটে হাঁ বিজয়ী হলে দেশের রাজনৈতিক সাংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে মুক্তি পাবে। দেশে আর কোন স্বৈরশাসকের জন্ম হবে না।

তিনি আরও বলেন, ‘আমরা অতীতে দেখেছি ভোটকেন্দ্রে মাঠে ছাগল চড়ে বেরিয়েছে। এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চড়ে বেড়ানোর কোন সুযোগ নেই। ভোটারদের অংশগ্রহণে কেন্দ্রগুলো পরিপূর্ণ হয়ে উঠবে।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমরা মনে করি ১২ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা- উপজেলা পর্যায়ে কোন সরকারি কর্মকর্তা যদি কোন দল বা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন এর উপযুক্ত প্রমাণসহ নির্বাচন কমিশনে অভিযোগ করবেন। নির্বাচন কমিশন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।

জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধর্মমন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

Read Previous

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

Read Next

ঠান্ডা আবহাওয়ায় অতিরিক্ত ঘুমের কারণ কী? যা বলছে চিকিৎসাবিজ্ঞান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular