সাকিব আল হাসানকে দুদকে তলব

বিশ্বের অন্যতম অলরাউন্ডার ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক এমপি সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় ও তার গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাংবাদিকদের বলেন, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারের বিনিয়োগ-সংক্রান্ত আইন লঙ্ঘন করে কারসাজি করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ গোপনের অভিপ্রায়ে লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর, হস্তান্তর করেছেন। ওই অভিযোগ সাকিব আল হাসানকে ডাকা হয়েছে।

একই অভিযোগে এর আগে শেয়ার ব্যবসায় কারসাজি করে দুর্নীতির অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সাকিব আল হাসানসহ মামলার সংশ্লিষ্ট ১৫ জন আসামিকে ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।

জানা গেছে, দুর্নীতি প্রতিরোধের কাজ জোরদার করতে খ্যাতিমান ওই ক্রিকেটারকে দুদকের শুভেচ্ছাদূত নিযুক্ত করা হয়েছিল ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি। এরপর তার বিরুদ্ধে ২০২২ সালের সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ উঠায় অনুসন্ধানে নামে দুদক। পরে অনুসন্ধান শেষে মামলাও করা হয়।

Read Previous

চট্টগ্রাম বন্দর : নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ

Read Next

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়ল প্রাইভেটকার, প্রাণ গেল পথচারীর

Most Popular