জান্নাতের টিকেট দিতে পারব না, ভোট দিলে উন্নয়ন করব : মির্জা আব্বাস

নিজ সংসদীয় এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কাজ করার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইস্কাটন নাগরিক সমাজের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনার দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

মির্জা আব্বাস বলেন, এখন সবচেয়ে বেশি সমস্যা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক। আমার সংসদীয় আসনে এটা হতে দেবো না। ফুটপাত ভাড়া কে দেয় তা খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, জান্নাতের টিকেট দিতে পারবো না, তবে ভোট দিলে উন্নয়ন করতে পারবো।

‘জামায়াতকে ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে নামাজ রোজার কী দরকার’, এমন প্রশ্নও তোলেন তিনি।

রাজধানীর ব্যাটারি রিকশা নিয়ে তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য বর্তমান সরকার আওয়ামী লীগের মতো ব্যাটারি রিকশা সচল রেখেছে। কারণ গ্রাম-গঞ্জের আওয়ামী লীগ নেতারা এখন ঢাকায় এসে ব্যাটারি রিকশা চালাচ্ছে।

Read Previous

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

Read Next

রেকর্ড ভাঙার পরও ওয়াসিম আকরামকেই উপরে রাখছেন স্টার্ক

Most Popular