পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তার বদলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৮ ডিসেম্বর) পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে কর্মরত উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলি হওয়া ২২ কর্মকর্তার মধ্যে রয়েছেন-দুইজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), তিনজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার (এসপি) এবং ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে এবং জনস্বার্থে এ বদলি কার্যকর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের মাধ্যমে মাঠপর্যায়ে পুলিশ প্রশাসনের কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব বণ্টনে নতুন সমন্বয় তৈরি হলো। খুব শিগগিরই বদলি হওয়া কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Read Previous

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশের সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

Read Next

ডিএমপির ৪ ডিসি-এসিকে পদায়ন

Most Popular