৩০০ আসনে ছবিসহ ভোটার তালিকা মুদ্রণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের জন্য ছবিসহ ভোটার তালিকা স্থানীয়ভাবে মুদ্রণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত ওই চিঠি জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ৩০০টি নির্বাচনি এলাকার চূড়ান্ত ও সর্বশেষ হালনাগাদকৃত ছবিসহ এবং ছবি ছাড়া ভোটার তালিকার পিডিএফ কপি মাঠপর্যায়ের কার্যালয়ে সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সরবরাহকৃত পিডিএফ কপি থেকে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে তাঁর আওতাধীন সংসদীয় আসনগুলোর জন্য পাঁচ সেট ছবিসহ ভোটার তালিকা মুদ্রণের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের এই নির্দেশনার ফলে ভোটগ্রহণের প্রস্তুতি কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Read Previous

রিজভীর বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী: জামায়াত

Read Next

সোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ৪৪২ টাকা

Most Popular