ফিফা দ্য বেস্ট: কারা কোন পুরস্কার জিতলেন

বছরের সেরা ফুটবলার নির্বাচনে এবার একই সিদ্ধান্তে পৌঁছাল ফিফা ও ফ্রান্স ফুটবল। ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার ‘দ্য বেস্ট ২০২৫’ পুরস্কারও জিতে নিলেন পিএসজি তারকা উসমান ডেম্বেলে। ভিনিসিয়ুস জুনিয়রের উত্তরসূরি হিসেবে এই পুরস্কার জিতে ইতিহাসের প্রথম ফরাসি ফুটবলার হলেন তিনি।

২০২৪ সালের ১১ আগস্ট থেকে এ বছরের ২ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হয়েছে ফিফা দ্য বেস্ট। এসময়ের মধ্যে প্রথমবার ইউরোপ চ্যাম্পিয়নসহ চার শিরোপা জিতেছে পিএসজি। এর নেপথ্য নায়ক কোচ লুইস এনরিকেও পেয়েছেন সেরা কোচের স্বীকৃতি। আর গোলরক্ষকের পুরস্কার উঠেছে ইতালির জিয়ানলুইজি দোনারুমার হাতে। ফিফার ঘোষিত বর্ষসেরা একাদশেও আধিপত্য পিএসজির ফুটবলারদের, যা ক্লাবটির মৌসুমজুড়ে দাপটেরই প্রমাণ।

‘ফিফা দ্য বেস্ট’ কারা কোন পুরস্কার জিতলেন-

বর্ষসেরা নারী ফুটবলার- আইতানা বোনমাতি বর্ষসেরা পুরুষ ফুটবলার- উসমান ডেম্বেলে বর্ষসেরা নারী গোলকিপার- হান্না হ্যাম্পটন বর্ষসেরা পুরুষ গোলকিপার- জিয়ানলুইজি দোনারুমা বর্ষসেরা নারী কোচ- সারিনা ভিয়েগমান বর্ষসেরা পুরুষ কোচ- লুইস এনরিকে মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী)- লিজবেথ ওভালে পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, পুরুষ)- সান্তিয়াগো মন্তিয়েল ফিফা ফ্যান অ্যাওয়ার্ড- জাখো এসসির ভক্তরা ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- ড. হারলাস নিউকিং, এসএসভি জান রেগেনসবার্গ

Read Previous

নতুন ব্রাউজার নিয়ে আসছে গুগল

Read Next

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular