যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের, অবশেষে আটক

সরকারের এক যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করেন তার গাড়িচালক। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া আটটা থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা তাকে সরকারি গাড়িতে ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। পরে পরিকল্পনা কমিশনে এসে চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

ভুক্তভোগী মাকসুদা হোসেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে কর্মরত। চালকের নাম আবদুল আউয়াল (৪০)। তিনি দুই মাস ধরে ওই কর্মকর্তার গাড়ি চালাচ্ছিলেন। বিকেলে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাকসুদা হোসেন জানান, পরিকল্পনা কমিশনে যাওয়ার পথে চালক গাড়ির গতিপথ বদলে ফেলেন এবং জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেননি। একপর্যায়ে ৯৯৯–এ কল দিতে গেলে চালক তার মোবাইল কেড়ে নিয়ে দরজা লক করে দেন। এরপর উত্তরা, সাভারসহ বিভিন্ন এলাকা ঘুরে আবার কমিশনের সামনে আসেন।

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে গাড়ি থামিয়ে চালক তার মায়ের চিকিৎসার জন্য ছয় লাখ টাকা দাবি করেন এবং তাৎক্ষণিক ৫০ হাজার টাকা চান। অফিসে টাকা দেওয়ার আশ্বাস দিলে কমিশনে এসে চালক আটক হন।

পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আখতার জানান, চালক মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাকসুদা হোসেন বলেন, এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

Read Previous

নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular